সরিষাবাড়ীতে এতিম বাচ্চাদের ঈদের নতুন কাপড় তুলে দিলেন মুক্তি তরফদার
তিনি বললেন এতে তার কোনো উদ্দেশ্য নাই। এতিমদের একটু খুশি দেখা; এটাই তার চাওয়া
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ মালিপাড়া জামিয়া কুরবানিয়া এতিমখানায় এতিমদের মাঝে নতুন কাপড় বিতরণ করলেন ২ নং পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তি তরফদার।
শনিবার বিকালে মুক্তি তরফদার তার ব্যক্তিগত তহবিল হতে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
এই মহতী উদ্যোগ সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন,’ কয়েকদিন আগে আমি ঢাকা থেকে ফোনে অর্ডার দিয়েছিলাম এবং ঐদিন বাদ আসর আমি নিজে সাথে থেকে কাপড়গুলো এতিম বাচ্চাদের পড়িয়ে দেই। ঐখানে মোট ১৫ জন এতিম বাচ্চা আছে। এই সময় তিনি আরও জানান, সবাইকে আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে এগুলো দান করলাম। এতে আমার কোনো উদ্দেশ্য নাই। এতিমদের একটু খুশি দেখা; এটাই আমার শান্তি’।