মুমূর্ষু রোগী মৃত্যুকে কেন্দ্র করে গত শুক্রবার (২৫ ডিসেম্বর) জামালপুর জেনারেল হাসপাতালে হামলা, ভাংচুর ও ডাক্তারদের নির্যাতনের ঘটনায় সকল উপজেলার ন্যায় সরিষাবাড়ীতেও কর্মবিরতি পালন করছে এই উপজেলার সকল চিকিৎসকবৃন্দ।
রোববার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও করোনা রোগী সেবা ব্যতিত সকল চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করে দিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
এদিকে সকাল হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ডাক্তারদের দাবি হামলা, ভাংচুর ও ডাক্তারদের উপর নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হাসপাতালের জরুরি সেবা ব্যতিত বহি:বিভাগ এবং প্রাইভেট ক্লিনিকের সকল চিকিৎসা সেবা কার্যক্রমও বন্ধ থাকবে।