জামালপুরের সরিষাবাড়ীতে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েসন সরিষাবাড়ী ফারিয়ার পাঁচ দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে কর্মবিরতি, প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেছে।
জানা-যায় জামালপুর জেলা ফারিয়ার সভাপতি শাহ আলম আলালকে প্রধান আলোচক আখ্যাবাদের মধ্যদিয়ে সমাবেশ তথা মানববন্ধনটি সরিষাবাড়ী ফারিয়ার সাধারণ সম্পাদক মজনুর সঞ্চালনায় পরিচালিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন সরিষাবাড়ী ফারিয়ার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন এস বি ফার্মাসিউটিক্যালস প্রতিনিধি সরিষাবাড়ী। এ সময় উপস্থিত ছিলেন সুরুজ্জামান সুরুজ অপসোনিন ফার্মাসিউটিক্যালস, মোঃ নাসিম উদ্দিন পুপলার ফার্মাসিউটিক্যালস, হেলাল উদ্দিন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, দেলখোরশেদ দুলু জেনারেল ফার্মাসিউটিক্যালস, ফরিদ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাহীন রেনাটা ফার্মাসিউটিক্যালস সহ আরো অনেকে।
জানা-যায় পাঁচ দফা বাস্তবায়নের আশান্বিত মৌনতায় ফারিয়ার সভাপতি ফরহাদ হোসেন মানিক উদ্বেগ তথা উদ্বেলিত হয়ে তাঁর বক্তব্যে বলেন, পূর্বের ধারাবাহিক প্রজ্ঞা মতে আমাদের বেতন ভাতা টিএ ডিএ এমন মূল্যস্ফীতির সন্ধিক্ষণে অপ্রতুল। অতঃপর তিনি আরো বলেন, সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেটের সমপরিমান বেতন টিএ ডিএ নির্ধারন করতঃ চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা সহ সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন সমেত সাপ্তাহিক ছুটি ভোগের বিধান শহীত বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েসন (ফারিয়া) কে সরকারী স্বীকৃতি করণে যথাযথ কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমাবেশ, মানববন্ধন অনুষ্ঠানটির মধ্যমনি রিপ্রেজন্টেটিভস এ্যাসোসিয়েসন জামালপুর জেলা ফারিয়ার সভাপতির বিচক্ষণ আলোকপাতের মধ্যদিয়ে মানববন্ধন সমাবেশের পরিসমাপ্তী হয়।