শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধ জেলা জামালপুরে আনন্দ বিনোদনের অন্যতম মাধ্যম ছিলো সিনেমা হল।
এক সময় এ জেলায় ছোট বড় প্রায় ২২টি সিনেমা হল ছিল। সিনেমার শো আরম্ভ ও শেষ হওয়ার সময় শহরে দলবেঁধে স্রোতের মতো দর্শকদের যাওয়া আসার দৃশ্য চোখে পড়তো। দর্শকদের উপচেপড়া ভিড়ে প্রত্যেকটা হলই থাকতো হাউসফুল। রিকশা-টেম্পুতে মাইক ও সিনেমার বড় বড় পোস্টার লাগিয়ে শহরের অলি-গলিতে প্রচারণা চলতো দর্শক টানতে। হলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন সবই অতীত।
বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জেলার অন্যান্য হলগুলোর মতো বন্ধ হয়ে যায় সরিষাবাড়ীর শিমলা পল্লীতে অবস্থিত চম্পাকলি সিনেমা হলটি। ঐতিহ্যবাহী এই হলটি বন্ধ হয়ে গেলেও সরেজমিনে গিয়ে দেখা যায় এখনও ভবনটির একাংশের দেয়াল ঝুঁকিপূর্ণ ভাবে দাঁড়িয়ে রয়েছে । যা প্রতিনিয়ত ঐ পথ ধরে যাতায়াতরত সাধারণ মানুষের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে জানা যায়।
এ ব্যাপারে বিষয়টি বার বার কর্তৃপক্ষের নজরে আনার চেস্টা করেও কোন ধরনের আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি।