জামালপুরের সরিষাবাড়িতে বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার ১৯৯৯ সালের এই দিনে হার্টের বাইপাস সার্জারি করানোর উদ্দেশে সিঙ্গাপুর নেওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৩৬ সালে (৪ নভেম্বর) সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের মুলবাড়ী গ্রামে সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জামালপুর জেলার সরিষাবাড়ি থানার কৃতি সন্তান সালাম তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন।
জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সরিষাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ নানা কর্মসূচির মধ্যে দিয়ে এই মহান নেতার ২১ তম মৃত্যু বার্ষিকী পালন করেন। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, কবর জিয়ারত, কাংঙ্গালি ভোজ, শোক র্যালীসহ ঝালুপাড়া সরকারি বিদ্যালয় মাঠে আলোচনা সভার ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিনের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার(শামীম)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি চাঁন মিয়া চানু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল, সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার (শাহিন), মামুন ফকির, ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, আলিম, খোরশেদ আলম চয়ন, শাহিন মিয়া, কবির আহমেদসহ দলীয় অঙ্গ সহযোগী অন্যান্য নেতা-কর্মীরা।