জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অভাবগ্রস্ত, দুস্থ অসহায় বন্যার্ত মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি’র নির্দেশনায় বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার (১০ আগস্ট) অত্রাঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক ক্ষুধার্ত পরিবারের মাঝে দিনব্যাপী এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উক্ত ত্রাণকার্য্যটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর, পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক,সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল, প্রচার সম্পাদক আনিসুর রহমান আনিস ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দলীয় নেতাকর্মী প্রমুখ।