জামালপুরের সরিষাবাড়িতে ঝিনাই নদীর ওপর নির্মিত ২০০ মিটার ব্রীজের একটি পিলার ও দুটি গার্ডার ডেবে গিয়ে পানিতে ভেসে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শূয়াকৈর ঝিনাই নদীর ওপর ২০০৬ সালে সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার সাথে যাতায়াতের পথ সুগম করার জন্য ২০০ মিটার দৈর্ঘ্যের ব্রীজটি নির্মান করা হয়, সেতুটি নির্মানের ফলে দুই উপজেলার ২৫ টি গ্রামের কয়েক লক্ষ মানুষ যাতায়াত সুবিধা লাভ করে। হঠাৎ করে ২১ জুলাই (মঙ্গলবার) ব্রীজের একটি পিলার ও দুটি গার্ডার কয়েক ফিট নীচে ডেবে যায় পরবর্তীতে রাত ১ঃ৪৫ মিনিটের দিকে তা ঝিনাই নদীর গর্ভে বিলীন হয়ে যায়। ব্রীজটি ধ্বসে যাওয়ার কারনে দুই উপজেলার সাধারণ মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।