সরিষাবাড়ির বলারদিয়ার মতিয়র রহমান স্মৃতি সংসদের উদ্যোগে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের শ্রদ্ধাভাজন পিতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মতিয়র রহমানের ১২ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা মতিয়র রহমান স্মৃতি সংসদের সভাপতি আঃখালেক, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় শুরু হয়।
পরবর্তীতে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে আলোচনা সভা সাফল্য মন্ডিত হয় । বক্তব্যে মতিয়র রহমান স্মৃতি সংসদের উন্নয়ন ও প্রয়াত নেতার ১২ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে নেতাকর্মীরা তাদের বক্তব্য পেশ করেন। নেতারা তাদের বক্তব্যে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে মৃত্যু দিবস উদযাপন করা যায় তার উপর জোরালো প্রস্তাব রাখেন। করোনা মহামারীর কারনে মৃত্যু দিবস উদযাপন বৃহৎ আকারে করা যাবে না বলে জানান উক্ত স্মৃতি সংসদের সভাপতি আঃখালেক।
সবশেষে প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনার মধ্যে দিয়ে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।