অবশেষে দীর্ঘ ১৪ দিন জামালপুর পুলিশ লাইনে আইসোলেশনে থাকার পর করোনা মুক্ত হয়ে মহাব্বত কবীর তার নিজ কর্মস্থল তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে আজ যোগদান করেছেন বলে জানা যায়।
জানা যায়, ২৯ মে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স থেকে ৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তারপর মঙ্গলবার নমুনায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
নমুনা সংগ্রহের পর থেকে তাকে পুলিশ ফাঁড়ির একটি আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছিল। করোনা শনাক্ত হওয়ার পর তারপর বুধবার সকালে তাকে জামালপুর পুলিশ লাইনে নিয়ে আইসোলেশনে রাখা হয়।
অবশেষে আজ তার ফেইসবুক আইডিতে তিনি করোনা মুক্তর খবরটি আনন্দ সঙ্গে পোস্ট করেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।