আজ সরিষাবাড়ি উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্রের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী ডাঃ মুরাদ হাসান এমপির নির্দেশনায় বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়।
উক্ত ত্রানসামগ্রী বিতরণে ডাঃ মুরাদ হাসান এমপির পক্ষে উপস্থিত ছিলেন ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম.এ জলিল রতন ও ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন মেম্বার।
স্থানীয় সূত্রে জানা যায় যে,তারা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী হতদরিদ্র লোকদের মাঝে বাড়ি,বাড়ি গিয়ে বিতরণ করছেন, তাদের এই ত্রান বিতরণে সন্তুষ্ট প্রকাশ করেছেন উক্ত ইউনিয়নের সুবিধাভোগী জনগণ।
এসময় এম.এ জলিল রতন জানান, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র লোকদের চিন্হিত করার মধ্য দিয়ে এই উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়।