সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করে কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
শনিবার (৬ জুন) বাদ আসর চরগিরিশ ইউনিয়ন আ.লীগের সভাপতি আক্তারুজ্জামান মিল্টন তরফদার,সাধারন সম্পাদক আব্দুল মালেক (বিএসসি) আহবানে সাড়া দিয়ে চরগিরিশ ইউনিয়ন আওয়ামীলীগ পার্টি অফিসে মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করে মুনাজাত অনুষ্ঠিত করা হয়।
অনুষ্ঠানে আওয়ামিলীগ,আওয়ামিলীগের সহযোগীসংগঠন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালায়িস্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (৪জুন) রাতে তিনি স্ট্রোক করে। পরে শুক্রবার সকালে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন।