কাজিপুর উপজেলাধীন চরগিরিশ ইউনিয়নে রাজনাথপুর গ্রামে জাহিদুর রহমান নামে এক কৃষি উদ্যোক্তা বসবাড়ির পতিত প্রায় ১ বিঘা জমিতে বিভিন্ন জাতের আমের চারা রোপন করে সফলতার মুখ দেখছেন ।
উদ্যোক্তার ভাষ্য মতে – ঝড় বৃষ্টি,রোগবালাই উপেক্ষা করেও গাছে যে পরিমাণ আম আছে তাতে আশে পাশের বাজারের চাহিদা মিটানো সম্ভব।
তিনি আরও বলেন সবাই যদি বসতবাড়ির পতিত জায়গায় আমের চারা রোপন করে, তাহলে পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রি করতে পারবে।
গ্রামের সকলেই তাঁর এই কৃষিবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।