ক্যান্সার জয়ী তানজিলা আক্তারের জিপিএ ৫ প্রপ্তি
২০১৭ সালের শুরুর দিকে তানজিলা আক্তার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ক্যান্সার জয়ী তানজিলা আক্তার (১৭) ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে।
জানা গেছে,তানজিলা আক্তার উপজেলার জাটিয়া ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামের আবু তাহের ও জুবেদা খাতুনের একমাত্র মেয়ে।
২০১৭ সালের শুরুর দিকে তানজিলা আক্তার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়।তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ছয় মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ক্যান্সারকে জয় করে।সে হাসপাতালের বিছানায় শুয়েও সে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখত। তার স্বপ্ন আজ সত্যি হওয়ার পথে।সে ঢাকার যাত্রাবাড়ি সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ অর্জন করেছে। তার ভাল ফলাফলে ঈশ্বরগঞ্জবাসী আজ আনন্দিত ও গর্বিত।