করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জ জেলা তথা উত্তরবঙ্গের প্রিয় অভিভাবক জনাব আলহাজ্ব মোহাম্মদ নাসিম সংসদ সদস্য (কাজিপুর-১) রাজধানী একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হন বলে ওই হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। অধ্যাপক ডা.মহিউদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।