ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত
বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্র জানায়, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (SACMO) এর নমুনা পরিক্ষা করে তার ফলাফল করোনা পজিটিভ এসেছে। তার নাম হালিম। তিনি জরুরী বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার এই ফলাফল পাওয়া গেছে।