ছবিঃ সংগৃহীত
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০ মে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে প্লাজমা থেরাপি নেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। শরীরের অবস্থা খারাপ হতে থাকলে ২০ মে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। এছাড়া তিনি সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের কর্ণধার। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতিও তিনি।